এক বসন্তে যখন  কবিতা  লিখি,
উত্তপ্ত কলমে তখন  অগ্রিম  বেঁচে উঠা।
কথা যদি রাখতে  পারো চোখের  গভীরে,
উদাস পথে ও ভেসে যাওয়া  যায়।


যদি শব্দ দিয়ে  গড়তে পারো অনুরক্তি,
অপেক্ষার গায়ে আলতো ছুঁয়ে যেও।
কোনো এক রাস্তার স্ট্রিট লাইটে,
বসে  অসমাপ্ত  সংকলন সমাপ্ত -
করতে পারো ইচ্ছের উপত্যকায়।


তোমার  আনকোরা  মেহেফিলে,
ছিন্ন অবকাশ  স্বপ্ন শয্যা।
যদি উদভ্রান্ত পথিক  সাজো,
আমি  হবো তোমার পৌষালী মেঘ।
দীর্ঘ  পথে পরশ প্রান্তরে,
গাঙচিল  ডাকে  শুনে দেখ।


মেঘের  কাছে পরম রোদ্দুর ,
অকপটে আত্মগোপন করে।
পথ যদি ভুলতে পারো,
তবে নতুন  হবে চেরাগ।
গভীর  টানে  আগুন মাখা,
শব্দে  আবার  ডাকবো সেদিন -
শাহজাদা  কিংবা  মির্জা।