আমার পৃথিবী  জুড়ে  নতুন  সময়,
উষ্ণতার প্রলাপ  বুকে  নতুন   করে।


অতীতের বর্ণমালা একেঁ দেয় প্রগাঢ় চুম্বন,
উজ্জ্বল  চোখের  নীচে  ফুটে থাকে রোজ;
কিছু  অজানা  অশক্ত- অসুস্থ  কান্নার দল।


আলো! ফাগুন  হয়ে রক্ষা করো তাকে,
তুমি  যে তার অবিনাশী আশ্রয় -সহায়।


মানুষ একা,সবসময়ই  একা,
ভাঙতে  লাগে না জোর  শুধু  মনের  আঘাতেই যথেষ্ট !
ভালোবাসার  ক‍্যানভাস  ও যেমন সময়ের হাতে;
আসলে  আমরা  যা ভাবি শেষ;  আসলে ও কী তা শেষ?


মুক্তির  নতুন  আশা মৃত  প্রায় জাতিকে ও জাগায়,
তাকালে মনের  মূর্তির দিকে তাঁকে  বুঝা যায় ;
আলোর সঙ্গী  ছাড়া  সেও কতটা অসহায়।


কাটাকুটির যুগ্ম  খেলায় দেখি--
অর্ধশত  সময়  বসে আছে উত্তরের খুঁজে।
পুরোনো  গল্পের ফাঁকে কাহিনীর  উপগল্প গুলো,
ক্রমে শিকড় বাঁধে এমন করেই নতুন  গল্প হয়।