রংতুলিতে কাব্য আঁকা  হয়নি,
নিয়ম মাফিক  মেঘের  সঙ্গে  অভিমান  -
আর হয়না, হয়তো খোলা আকাশ  প্রশ্ন করে না;
খুঁজে  না এখন  ঠিকানা,আকাশ  যে  খুব একা।


ল্যাম্পপোষ্টের আলোটা,
আজ  নিঝুম  রাতে নিরুত্তাপ।
সহজ করে বলতে পারা -
লোকরা কেন হয় অপরাধী?
বিষন্নতার পাথর  নাই বা ;
হলোএকদিন  মুখমুখি।
অব্যক্ত  কথা গুলো  চলার,
পথে ধুলোর  ভিড়ে ছন্দ খুঁজে।


মেঘের অভিমানে প্রণয়ের বাতি;
জ্বালিয়ে ছুটে যায় হালকা হওয়া।
এমন করে  ভালোবাসা,
হাজার  বার  ব্যর্থ হয়!
নিসর্গের  বিন্যাসে জীবনের ,
নতুন  গল্প  ভালোবাসার  ;
নিপুণ  স্পর্শে   হৃদয়ের  
শব্দ  পথ  খুঁজে  নেয়।
এক জন্মে নদীর  সবটুকু চাওয়া,
তীরে কাছে পৌঁছয়  না!


মনে হয় কোন  এক জোছনার  রাতে,
আলোহীন নির্জন  নগরে জলন্ত তিমির।
রাতের  নক্ষত্র নিহত  রক্ত ক্লান্ত,
আর কত দূর- শতাব্দীর  অগণণ শব।
অগোচরে বদ্ধ নিঃশ্বাস  নিস্তব্ধের বিছানায়  শুয়ে,
সহসা হৃদয়ের অপেক্ষায়  টুকরো টুকরো ছবি তুলে রাখে।