নিজেকে নিজের  মতো করে বেশ আছি,
সবাই  যে যার মতো স্বপ্ন সাজায়।
আর  খুব  কান্না হয় যখন  স্তব্ধতা মনকে ভালোবাসে,
মৃদুল বকুল গন্ধ  খুব  পুড়িয়েছে  যন্ত্রণার আগুনে।


শৃঙ্খলে আবদ্ধ  হয় না কিছু  মন পাখিরা,
কখনো  কখনো মন সহানুভূতির উপত্যকা খোঁজে;
সেই সময়  আঘাত  চৌহদ্দি পেরিয়ে  দলবদ্ধ  হয়।


যারা প্রেমে নিবেদিত  করে সারা টা জীবন...
সময় আঘাতের গন্ধ  দীর্ঘশ্বাস  টেনে আনে!


তাও কিছু  মানুষের  মন স্নিগ্ধ  সিন্ধুর বাতাসের  গন্ধে;
মাতোয়ারা নরম মনের দেশ সহজে  নির্মাণ।
সহজ শিকড় হয় সম্পূর্ণ  উৎসের দিকে,
রঙমশাল করে তুলি  কত মন খারাপকে আঁকা  হয়।


অদ্ভুত  প্রান্তরে কেন  যে বার বার  মন ফিরে দেখে?
তাও অনেক  কিছু  জীবনের নিয়ম শিখিয়ে দেয়।
আয়নার তো কিছু  গোপন  যন্ত্রণা  হয়  শুধু;
দেখার  সুযোগ  দেয় না  দিব্যি  সুখের উৎসবে মাতে।


শরীরের রন্ধ্রে  রন্ধ্রে  ছুটে যাওয়া  স্নায়বিক বোধ,
আমায় পাগল করে, উদাস করে,কিছু  প্রশ্নের স্রোত !
স্তব্ধ প্রশ্বাস বলে আলো জ্বালো তোমার  ভাঙা বাঁশিতে।