যে জন্মে  উদার পৃথিবী,
সকল নিয়ে থাকে।
সেই  ধরাতে বিদ্বেষ  ছাড়াক,
বসুক প্রেমের হাটে।
চতুর্থ দিকে ছড়িয়ে যাক;
শান্তির পথ উঠুক হয়ে -
ভ্রান্ত অন্ধে রোশনাই মেহেফিলে।


শরীর  মাখে  মৃত্যু  মিছিল,
প্রিয়জনের অশ্রু   চিৎকারে।
অক্ষয় হোক অক্সিজেন আর ভ্যাকসিনে,
তখন  রোজেই হবে  ঈদ  আর রোজেই হবে,
অক্ষয়ের উৎসবে।