শতাব্দী কাঁপানো বিদ্রোহ অশ্রুবিন্দু,
আকাশের দিকে ছুড়েমারে  রক্তাক্ত চিঠি।
বিদ্বেষে,অভিমানে নিরন্তর ভালোবাসা  অবশেষে,
সবকিছু  পাথুর নিদ্রায় দূঃস্বপ্নে মিলিয়ে  যায়  না।


আমার  আকাশ জুড়ে মরুভূমি যেখানে হৃষ্টচিত্তে -
শুভ্র  চন্দ্র হাসে না তবুও
ভালোবাসার নিঃশর্ত প্রশ্রয় !
অবান্তর  প্রশ্নে  সর্বাঙ্গেঅনুভূতির  শ্রান্ত  পাহাড়।


বেলা শেষে লজ্বাবতীর লাজ পথের পানে চেয়ে থাকে,
একবার  প্রকাশিত  হউক না সঞ্চয়ের  ভালোবাসা;
দৃষ্টির সীমানায় স্বপ্ন সাধে বাস্তবতায় নয়।


অবুঝ বারান্দা শেষে ক্লান্ত নিস্তব্ধ ,
দুঃখের আনাগোনায়- না না প্রেমর হতাশাগ্রস্তায় নয় ;
কিছু  আজব সমাজের নিখুঁত -
প্রতিনিয়ত খেলাঘরে যুগ বন্ধী।
মনের ক্যানভাসে আঁকা  ছবি মাঝে,
মাঝেই কবিতা হয়।

মিথ্যা ভালোবাসা মিথ্যা ভালো থাকা,
তবুও  মায়ার বাঁধন।
কোন এক নিশ্চুপ রাতে বিরহী,
বাতাস স্বপ্নের সিঁড়ি বেয়ে  অন্তরে,
ভালোবাসা  দেয় আর অজান্তেই  -
হয়ে উঠে গল্পের  আরশি।