রক্তস্রোতে ক্যাঙ্গারুর ভূমি,
সাক্ষী থাক ইতিহাস  দাবানলে।
রক্তভেজা গন্ধে শব্দের জন্ম,
কিন্তু  সেদিন  কৃষ্ণপক্ষের-
অন্ধকারে  একাকী ম্লান;
হয়েছে  নক্ষত্র ফেলে আসা,
হৃদয়  লুপ্ত  স্বপ্ন  ভেঙ্গে।
ফিরলেই  কিন্তু বীর অন্তত,
ঘুমের  সুখ  শেকলবিহীন!
আর্তনাদের  কলশিটে  জয়ের অর্ঘ্য,
কয়জন  দেয় পথের  ধারে দাঁড়িয়ে -
থাকা মৃত্যুর  কাছে?
তবুও  সেদিন  রক্ত গায়ে,
রণ যুদ্ধে যমের কাছে অমর ছিলে।
আজ ভাষাতেই সুরের খেলা,
বর্ণমালায়  আগুন  পুড়িয়ে-
আঘাত  ফুরোয়  মায়ের খোকা-
মায়ের  কাছে ফিরে নোঙর ছিড়ে!
স্পন্দন থাক আরও  একবার,
বাঙালির  প্রাণের  কোনে।
এ যে বীর র্দপনের মৃত্যু  নয়,
এ যে শহর  পেরিয়ে  আলোর
তরে  শহীদ মহোৎসব।