আধার হলে আসে দিন, মানুষ নিজস্বতা গুছাতে ছোটাছুটি করে ;
অন্য কিছু দেখেনা আর, নিজেকে বাঁচাতে দিশেহারা ;
তারা ভাবেনা তখন পাঁচ-ছয়, সদা নিজেকে নিয়ে বিমুখ ;
একই আধারে অন্য কেউ অসহায় হলে, পাশ দিয়ে ছুটে পালায়
তাকে বাঁচাবার প্রয়োজন নেই ;


মানুষের স্বার্থ দিকটা বিবেক কতৃক গুছানো ;
এখানে যে যত জ্ঞানী সে তত নিজের স্বার্থ ভালো বুঝে ;
যার সামর্থ্য থাকে ভালো, সে অন্যের সামর্থ্য কেড়ে নেয় ;
যে ধনী হয়, সে গরীব মারে আইন সহকারে!


আছে মুদ্রাস্ফীতি বাজারে বৈষম্য দানে ;
কেউ খুঁজে ক্ষুধা, কেউ মরে ক্ষুধায় - বিবেক গুলো নীতিবাক্যে লেখা থাকে ;
এখানে মিথ্যে মানুষের সংসার - অন্যায় চলে হরদম, রাষ্ট্রের মতো জনতার ;
আমি এক অবশ পাথরের মানুষ, বসবাস এই হীন সমাজের কোণে ;
যেখানে শুধু স্বপ্ন আছে, নেই কোনো বাঁচার ইচ্ছে ;