আজকের কাজাখস্তান ধরে - সংবাদে সংবাদে তোমরা শুনে যাবে সেই চেনা লড়াই,
ভাইয়ের রক্ত চুষে নিতে - ডেকেছে রাজমশাই রুশ জান্তা!
বন্ধু আমরা কতোদূর(!)
পৌত্তলিকরা ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে, আর তুমি ঘুমে আছো স্বপ্নে বিভোর;
মানুষ ইতিহাস লেখে রক্তে - রক্তও ছিন্ন হয়
অমানুষেরা সমাজের কদরে, বড় বড় রাজ শাসনে নিমজ্জিত থাকে ;
আকাশে দেখো বারুদের ফোয়ারা
উড়ন্ত কালো ধোঁয়া তোমার আমার পাপের ভস্ম
মৃত্যুর হাতছানি কড়া নাড়ে - মুহূর্তের ভিতর ধ্বসে যেতে পারে এই দালান বাড়ি;
কষ্ট অর্জিত হয়না তোমার - সারাবেলা কাটিয়ে দাও মূল্যহীন সময়!
দেখো সংঘাত সংঘাত শুধু চারিধারে, কিছু চলছে কিছু অপেক্ষায় ভয়াবহতার রূপ নিয়ে ;
কি আশায় আছো বন্ধু, শান্তিতে থাকবে?
শান্তি তো কাশঘড়েও ছিলো - চীনা দমনের বছর পাঁচেক আগে ;
শান্তি ছিলো এক সময় কুদসে, শামে, ইরাকে
শান্তি ছিলো আরাকানে, কাশ্মিরে সেই কতোনা পুরোনো গ্রানাডায়!
কি নিশ্চিন্ত নিয়ে আছো, ভাবছো বঙ্গভূমি তোমার সেইফ?
অপেক্ষা করো আরো ভয়ংকর অমানিশা আসছে
তোমাকে খুঁজে খুঁজে বের করবে তোমার আইডেন্টিটি!
সব কিছু হবে, শুধু সামান্য অজুহাতে
আজ যেমন রুশরা ঢুকে গেছে অনায়াসে, কাজাখস্তানের বুকে বুলেট বোমা নিয়ে
এরচেয়ে ভয়ংকর অস্ত্র নিয়ে তোমার মাতৃভূমিতে আসতেছে তারা
ঐ একই অজুহাত শান্তি ফেরাতে(!)
(বরঞ্চ তুমিই সত্যেরি ময়লা জমে যাওয়া প্রদীপ।)