আর নয় আমার মতো করে বোঝা, আমিতো থাকছি, আমারতো দিন যাচ্ছে
অসহায় কি করছে, সেই দিনটাই এখন দেখার ;
এখানে আমার প্রাপ্তি অপ্রাপ্তি ভেসে যাক, বৃষ্টির জলে মেঘ কমে যাওয়ার মতো ;
এখনি সময় দুঃখী মানুষের অসহায়ত্ব দেখার
তাদের জন্য কিছু করার, এবং আপন হিসাব নিকাশ একটু ভুলে থাকার ;
কতো চলবে এই টাকার হিসেব?
কতো আসবে এই অর্থের খোঁজ?
কিছু প্রাপ্তি পাক অসহায় লোক, যারা খাদ্য পাচ্ছেনা
যারা নিশ্চিন্ত বাসস্থানে থাকতে পারছেনা,
যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই - তাদের হোক একটু সম্ভাবনা ;
সোজা সাপ্টা বাক্যের মতো তারা পাক একটু মূল্যায়ন -
তাদের জুটুক একটু জীবনের অধিকার ;
শুধু চারিদিকে 'আমি' 'আমি ' এই অহংকারটা মুছে যাক ;