তারপর জীবনে যে কথা লিখেছো, সে কথাতো হয়নায় :
পৃথিবীর বয়স বেড়ে গেছে - যে কোনো সময় করবে ইন্তেকাল!


হাত মিলাবার কথা ছিলো। আনহাইজানিক হাত দৃষ্টিকটুও নয়
আর এ কথা বা কে বুঝবে?
কে বুঝবে মনের কষ্ট?
আমার পৃথিবীর বয়স কি এমনে এমনে বাড়ে!


বুকে থাকার কথা ছিলো। এখন দূরত্বেই পায়না কূল!
হাসি তামাশায় মূখর সময় - যে ভালোবাসে সে করে ভুল।
আমি জীবনের একটা বয়সে, নিজেকে এতিম বলে খুঁজে পেয়েছি ;
আমারো পরিচয় আছে, নাম আছে কিন্তু কাজের না!
এই পৃথিবীর বয়স আমায় ভাবায়,
আমিও কি কম বুড়ো হয়েছি!


বরঞ্চ তোমরা ভালোবাসো, বাসতেই থাকো
এ ভালোবাসার অর্থ নেই ;
শীতের দিনের বৃষ্টির মতো এ ভালোবাসা অনার্থ ;
এ বৃষ্টি কেউ চায় না- শহরের পথ ঘাটে কাঁদা ছিটে হাটলে।


তারপর কোথা দিয়ে যেন কোথায় গেলাম!
আমারে তো কেউ মনে রাখেনা -
আমি হতভম্ব - এই মূর্খ সময়ের কাছে
চারিদিকে যা ইচ্ছে তাই হচ্ছে
শুনেছি ছেলেরাও ছেলেদের বিয়ে করছে!
ব্যস্ত সময় যাচ্ছে। ক্ষুধার পেট কাজ না করলে, কেউ ভাত দেনা যে!