যদি সূর্য উদয় হয়, তুমি চেয়ে দেখো একটা গোলাকার বৃত্ত
আশার আলো দেখায় -
বাইরে ঝঞ্জাট, ক্ষুধা আর দুর্দশার বিবরণ -
অসন্তোষ প্রতিটা মুহূর্তে ;
তবু মানুষ খুব ভোরে, দৃষ্টিদূর আধার সরিয়ে
স্বপ্ন ভেঙে মানুষ আবার স্বপ্ন দেখে;
মরতে যাওয়া মানুষ আবার ফিরে আসে;
তুমি জেনে থেকো - কোনো অতি দুর্দশা
জীবনের চেয়ে বড় নয় ;


যদি সূর্য উদয় হয়, তুমি চেয়ে দেখো একটা গোলাকার বৃত্ত -
স্বপ্ন নিয়ে বাঁচতে শিখায় ;
বাইরে পৃথিবী অনেক অসহায় -
ঘুম নেই, রং নেই, অধিকার নেই
তবু চলতে হয়, তবু টিকে থাকতে হয় ;
অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয় ;
তুমি অসহ্যকর যন্ত্রণার শরীরে ঘুমোলে
ঘুম ভেঙে দেখো - খুব ভোরে - রক্তিম সূর্য উদয় :
যা অনেক আলো নিয়ে এসেছে ;