"যে জীবনের এতো আয়োজন,
সেই জীবন একটা মশার কাছেই পরাজিত এক মৃত শরীর! "


"কথিত নামিক আলেম ওলামা সাহেব ধর্মের যে ক্ষতি করে,
একজন নাস্তিক তথা বে-ধর্মিও সে ক্ষতি করতে পারেনা। "


"আমরা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশী মাথা ঘামাই,
তাই প্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাবার সময় পাইনা। "


"সবকিছুই নিজস্ব গতিতে চলে, শুধু মানুষই চলে আগে পিছে।
ইচ্ছে করে দৌড় দিয়ে কেউ দ্রুত এগোয়, কেউ হেটে হেটে এগোয়, কেউ আবার এগোবেই না, বসে থাকে। "


"যে নিরাশ হয়ে আত্মহনন করে সে হতভাগা।
যে নিরাশ হয়ে বসে থেকেও নিরাশ হয় সে অভাগা।
আর যে নিরাশা দূর করে আশার আলো ছিনিয়ে আনে সেই সফল। "


"মানুষ কর্মফলে ভোগে।
কেউ অনেক দেরীতে ভোগে, কেউ তারাতারি।
কিন্তু যারা নিজেরেই অতীতই মনে রাখতে চায় না,
তারা ভবিষ্যতে ভুগবে এমনটা মেনে নেওয়ার পাত্র নয়! "



"আমি মরণ পর্যন্ত শিখতে চাই।
কারন শিক্ষার কোনো ক্ষয় নাই। "