মানুষে মানুষে যুদ্ধ, পুরনো গল্প অবিরাম
ইতিহাস ছুড়ে দিয়ে, নতুন রক্তক্ষয় - চেনা যুদ্ধচিত্র ;
মানুষে মানুষে খুন, আধিপত্যের লড়াই
হীন স্বার্থের লোভ, নোনা হিংস্রতা - ক্ষমতার বড়াই ;


অনেক চলছে এই খেলা, আর কতো আর?
পুরো পৃথিবী ধ্বংস হচ্ছে, মানুষ হয়ে মানুষ
মেরো নাকো আর।।


কথা দিলাম এই সিরিয়া থাকবেনা হয়ে অভিসাপ ;
কথা দিলাম বার্মিজ সেনা, তুমিও করবে একদিন অনুতাপ ;


নিরিহ জাতী দমন, নিঃস্ব মানবতায়
একদিন অত্যাচারী - তোমারও উপর আসবে প্রতিদান ;
জানি কোনো বাঁচার পথ থাকবেনা -
হে মানুষরূপী হিংস্র জানোয়ার!