আজ অবধি কেউ জিজ্ঞেস করেনি
আচ্ছা,তোমার কি ভালো লাগে কিবা-
কিসে তুমি রুষ্ট হও,খেয়াল খুশির অপঘাতে!


ঘড়ির কাঁটার চক্রাকারে আমিও অনুভব করি
টিক টক শব্দ,কখনো ঝংকার কখনো ঘুম পাড়ানিয়া
মধুর সুর হয়ে লেপ্টে থাকে আমার অনুভূতির দেয়াল জুড়ে।


এতো সুর,এতো ঝংকার সব একলা আমার-
কখনো কেউ ভাগ চায় নি।একাই ভোগ করছি
আলো-আঁধার-রাতের চাঁদ,আর দিনের প্রখরতা।


তুমি আছো,তুমি নেই
আমি আছি এই বুঝি নেই
ভালো-মন্দ আপেক্ষিক ব্যাপার    
ব্যপ্তি যেনো ঘোরের মতো..ভালো-মন্দ তোমার মতো
ভালো-মন্দ আমার মতো।
ভালো আছি,ভালো নেই..ভাবতে ভাবতে গোধূলি,পেরিয়ে সন্ধ্যা-সকাল।সকাল পেরিয়ে প্রখরতা-
তোমার শহর জুড়ে আমার এক রাশ নিরবতা।