ঈশ্বরের তৈরি দুনিয়াতে তার প্রতি ভালবাসায় ,
ধর্ম সৃষ্টি করে মানুষ অপরের পথে রুখে দাড়ায় ,
এই দুনিয়ায় সকল ধর্ম দেয় যে একটাই বাণী,
বিধাতাকে ভালবেসে একে অপরকে করো না হানি ।


তাও সে বাণী ভুলে মানুষ যে করে হানা-হানি ,
অস্ত্র বা মুখের বিষেতে ছড়ায় সে ধর্ম-হিংসার বাণী ,
কখনো বা দারিদ্র্য-ভয়ের ছায়ায় মনুষ্যত্ব হয় রুপান্তরিত ,
ধর্মযাজকের মুখের বুলিতে কখনো মানুষের ধর্ম হয় রুপান্তরিত ।


ধর্মের এই যুদ্ধে যায় যদি চলে হাজারো প্রাণ ,
তারই মাঝে জন্ম নেয় অনেক নিরপরাধ প্রাণ ,
চোখে তাদের অনেক বিস্ময় ছড়িয়ে দেয় তা ভালবাসা ,
তাদের মুখের অনাবিল হাসি ঘৃণিত মনকে দেয় যে আশা ।


একে অপরের হাত ধরে সকল ধর্মকে দিয়ে ভালবাসা ,
ধর্মের কল যেন বাতাসে নড়ে এটাই মনুষ্যত্ব করে আশা ।