মায়াবী দুনিয়ার রঙিন তাঁবুতে মা হারিয়ে জন্মেছিলাম আমি ,
জন্মের পর সবার মুখ চেয়ে ফোকলা হাসি হেসেছিলাম নাকি আমি ,
সেই ছোট শিশু থেকে হয়েছি বেড়ে একটি ছোট মানুষ ,
বাবার হাত ধরে শিখেছি হতে মানুষের হাসির মানুষ ।


দেখতাম বাবার জাগলিং দেখে অনেক মানুষেরা স্মাইলিং  ,
খেলা শেষে সবার ছোড়া টিপস পেয়ে দেখতাম বাবা স্মাইলিং ,
দিনের শেষে বকেয়া পেয়ে বাবা খাইয়ে দিত আমায় খাবার ,
বাবার কাছ থেকে শিখেছি দুনিয়ায় বেকার না থেকে হতে জোকার ।


হাসতে হাসতে মানুষকে হাসিয়ে বাবা চলে গেলেন দুনিয়ার মঞ্চ ছেড়ে ,
খেলা দেখানোর ভার নিয়ে  উঠলাম আমি আগামী দিনগুলিতে 'বেড়ে' ,
মনে আছে অনেক দিন খেলার মাঝে যদি দেখাতাম ভুল খেলা ,
জুটত টিটকিরি- ছোট হবার অপমান শেষে থাকত মালিকের অবহেলা ।


আস্তে আস্তে রপ্ত হল মানুষকে হাসানোর মন্ত্রণা ,
দিনের শেষে নিজ হাসি মুখে ফুটে উঠত যন্ত্রণা ,
বলুক না লোক আমায় দেখে হাততালি দিয়ে "ওই দেখ সং ,জোকার" ,
মনে পড়ে যায় বাবার মন্ত্রণা দুনিয়ায় বেকার না থেকে হতে জোকার ।