দিনের শেষে পড়াশুনার নানা চাপের পরে ,
ক্লাসের শেষে সব ছাত্রের মনে শুধু একটাই চিন্তা ঘোরে ,
বাড়ি ফেরার জন্য উরুউরু করে সবার মনটা ,
ঢং ঢং করে বাজবে যে এবার ছুটির ঘণ্টা ।


স্কুল ছেড়ে কলেজে প্রবেশ করার পরে ,
অন্য স্বাধীনতার ছোঁয়ায় মানুষ নতুন বন্ধু করে ,
পড়াশুনা,নিয়ম আর পোশাকের গণ্ডি পেরিয়ে নেচে ওঠে তার মনটা ,
জীবনের নতুন অধ্যায় সূচীত করে বেজে ওঠে ঘণ্টা ।


কেউ বা আবার শিকার হয় মারণ রোগের কাছে ,
প্রিয়জনের যত্নে-ভালবাসায় হয়ত আর বাঁচার কদিন আছে ,
সবার চেষ্টা সত্ত্বেও অবশেষে মুক্তি পায় তার প্রাণটা ,
জীবনচক্র থেকে মুক্তির সূচনায় বেজে ওঠে মরণের ঘণ্টা ।


কেউ বা আবার নিয়েছিল ঋণ জীবনের প্রয়োজনের জন্য ,
সময়কালে তার ভারে জর্জরিত হয়ে জীবনের আনন্দ হয়েছিল শূন্য ,
সেই ঋণের ভার চুকিয়ে একদিন হালকা হয় তার মনটা ,
জীবনের এক নতুন আনন্দের সূচনায় বেজে ওঠে মুক্তির ঘণ্টা ।


কারোর  বা অপরাধের দায়ে হয়েছিল কারাবাস ,
প্রিয়জন-পরিবার থেকে দূরে বেঁচে সে কাটায় অনেক মাস ,
শাস্তি শেষে পরিবারকে দেখার জন্য অপেক্ষা করে তার মনটা ,
জীবনে ভাল ভাবে বাঁচার আশায় বাজবে কবে মুক্তির ঘণ্টা ।  


আছে সমাজের নানা ব্যাধি আর মানুষের নানা দুর্নীতি ,
কাটিয়ে একদিন আশা করি জয় হবে সত্যের নীতি ,
পাপের ভার সরে গিয়ে নবজাগরিত হবে যেদিন সবার মনটা ,
দেশ ও দশের কল্যানের আলোয় বাজবে যে স্বাধীনতার ঘণ্টা ।