দুনিয়া চলেছে নিজের মত ,
আছে চিন্তা হাজার যত ,
নেশার আনন্দে না হতাম দুঃখে হত ,
সাদা পাউদারের আমেজে ছিলাম নিজের মত ।  


ছোটবেলা কেটেছিল আরেকরকম ,
আমাকে নিয়ে বাবা- মার স্বপ্ন ছিল অন্যরকম ,
ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করে ,
ভর্তি হলাম ইঞ্জিনিয়ারিং কলেজে মানুষ হতে চার বছর পরে ।  


দুটো বছর কলেজে মুক্ত ভাবে জীবন কেটেছিল বেশ ,  
পড়াশুনা,বন্ধু-বান্ধবীর ছোঁয়ায় জীবনে ছিল না অশুভর রেশ ,
তৃতীয় বছরে করেছিলাম কিছু নতুন মিত্র সৎসঙ্গ ভেবে ,
জানতাম না পরে তাদের কুসঙ্গই জীবনটা পাল্টে দেবে ।


তাদের ছোঁয়ায় শিখলাম নেশা ,
ভুলে গেলাম ভবিষ্যতের পেশা ,
ভুললাম পুরনো বন্ধু-বান্ধবী আর পড়াশুনা যত ,
ঠেকে নেশা করে কাটত জীবন নিজের মত ।


বাবা-মা জেনেছিল একথা আমার নেশারু হাবভাবে ,
কলেজ ছেড়ে ভর্তি আমায় হতে হয়েছিল রিহ্যাবে ,
গুনে গুনে ছয় মাস কাটার পর আর কাটাতে হবে কিছু মাস ,
নেশা নয় এখন মুক্ত জীবনে ফেরার জন্য মন করে হাশফাশ ।


অবশ্য হয়েছে কিছু বন্ধু এখানে এসে ,
নেশার জন্য ভবিষ্যৎ ছেড়েছিল তারা সবশেষে ,
তাদের চোখে আমি আজও দেখি নিজের স্বপ্ন ভেঙ্গে যেতে ,
আমার জন্য বাবা-মার স্বপ্ন পারিনি পূরণ করে দিতে ।