বন্ধু রে পরীক্ষা দিয়ে হলাম যে ক্লান্ত,
কবে যে হবে চাকরি কেউ যদি জানত,
শুনেছিলাম পড়াশুনা করে যে গাড়িঘোড়া চড়ে সে,
আপাতত বাসে-ট্রামেই চড়ে এখনো পড়াশুনা করি যে।


চাকরির খোঁজে খোঁজে করে বেকারেরা হাহাকার,
রাজনীতির শিল্পের আকারে কর্ম-শিল্প হয় নিরাকার,
উচ্চশিক্ষিতদের চাকরির সন্ধান দেয় শেষে কল-সেন্টার,
অথবা সরকারি চাকরির আশায় টিউশানে সবাই করে এনটার।


সন্তানের ভাল চাকরির আশায় থাকে তার পরিবার,
সংসারের হাল ধরবে সে একদিন স্বপ্ন থাকে মা-বাবার,
সেই স্বপ্নের খোঁজে ফেরে এখনও অনেক সন্তানেরা,
তাদের সংসারের হাল ধরার স্বপ্ন এখনও দেখেন বাবা-মায়েরা।


তাই বলি বন্ধু রে পড়াশুনা করে হলাম যে শ্রান্ত,
কবে সব পড়াশুনার অন্তিম ফল পাব কেউ যদি জানত,
সেই একটি চাকরির খোঁজে ফিরে হয়েছি আজ ক্লান্ত,
বন্ধু রে কবে তুইও চাকরি পাবি যে বলতো।