তুমি আমােক ভালোবাস
কিন্তু কোন দিন বলনি
আমাকে ছাড়া তোমার জীবন অন্ধকার।
তুমি এমন কেন?


তুমি এমন কেন?
রাতের পাখির সাথে নি:শব্দতায় কথা বলতে চায়
তখন তুমি স্বপ্নের ঘোরে বিভোর থাক,
অজানা ঘুমের রাস্তায়,
তুমি এমন কেন?


আমাকে চিন্তায় রেখে, কষ্টে রেখে
তুমি হেসে বেড়াও,


তুমি বৃষ্টি ছুঁয়ে, জলের সাথে মিশে যাও
কিন্তু আমার চোখের জলের ভাষাটা কোন দিন বুঝলে না
তুমি এমন কেন? বলত?


কিভাবে তোমায় বুঝব,
তুমি কী আমায় আসলে ভালোবাস?


তুমি এমন কেন?
আমি যখন তোমাকে বুঝব চেষ্টা করি,
তখন তুমি আমায় বুঝ না।
কেন, কেন?
শুধু আমার প্রশ্নটায় তোমার কাছে রইল।