তুমি সব পারো।
তুমি পারো রবীন্দ্রনাথকে আবার জাগাতে
পারো তুমি নজরুলকে আবার বিদ্রোহী করতে।
তুমি পারো সব, তুমি পারো।


তুমি পারো আমাকে আবার নতুন করে ভালবাসতে
পারো তুমি আমাকে আবার নতুন করে কাঁদাতে।
তুমি পারো সব, তুমি পারো।


তুমি চাইলে আবার হতে পারে বিশ্বযুদ্ধ।
তোমার জন্য প্রস্তুত সকল সৈন্য সামান্ত।
তুমি পারো সব, তুমি পারো।


তুমি পারো আমাকে নতুন কাজ করার আনন্দ দিতে
পারো তুমি আবার আমাকে পুরাতনের নতুন পেতে।
তুমি পারো সব, তুমি পারো।


তুমি পারো হতে অনেক সুন্দর
পারো তুমি হতে আরো কুৎসিত আর অসুন্দর।
তুমি পারো সব, তুমি পারো।


শুধু পারো না আমাকে বুঝতে
শুধু পারো না আমার চোখের ভাষা বুঝতে
শুধু চাও না আমার অন্তরের কথা শুনতে।
বাকি সব তুমি পারো
তুমি পারো সব, তুমি পারো।