ঐ দূরে যে দেখা যায় ক্ষীণ আলো ;
শূন্যবেদি হতে জ্বলন্ত প্রদীপের শিখা দুলছে ;


আপনা হতেই ভক্তি আসে মনে ।
জীবন পুণ্য হয় আধ্যাত্মের মন্ত্রণে ।


শঙ্খ বাজিয়ে যদি ঘরে তোলা যায়,
প্রদীপ জ্বালানো যায়, মাটির আঙিনায়,
তবে মা লক্ষ্মীর বেশে তুমি এসো ।


ঘন্টার ধ্বনি তবে করুক প্রবেশ কর্ণছিদ্র দ্বারে,
শুদ্ধিলাভ হোক তবে পাপের অন্ধকারে,
তুমি তবে এসো, ধূপের বাসে তবে তুমি ভেসো ।