অশান্ত প্রকৃতির এক গুণ আছে ।
সূর্যরশ্মির সাথে হয়ত রয়েছে কোনো চুক্তি ।
বেলাশেষে যখন মেঘেদের দল লুকোয় পাহাড়ের অজানা গুহায় ;
নিস্পলক হলে টের পাবে, আকাশ তখন রক্তে রাঙা ।
পাখিরা চিৎকার করে জানাচ্ছে বিদায়
আর একটু যদি কান পাতো -
তবে শুনবে সন্ধ্যা আসছে ।
পাড়াগাঁয়ে তখন প্রদীপ জ্বলবে, শঙ্খ বাজবে ;
ধুলোমেখে ছেলেরা ফিরবে ঘরে ।
রাত আসবে, তারপর প্রকৃতির অশান্তভাবটাও মিলিয়ে যাবে, নিকষ কালো অন্ধকারে ।