যত আছে অহংকার ,
জমে আপনার ,
বাকি যত দম্ভ -
সব হোক চূর্ণ !
হোক মিলে মিশে সব একাকার ॥
' অহং ' যেন মিলায়ে যায় ।
প্রার্থনা রাখি তায় !
রঙ্গমঞ্চের সংসারে -
আমি তো সামান্য এক অধিবাসী ।  
মানব জনম্ যেন না যায় বৃথা
সতত বিরাজে সদা
মানব রয়ে মরতে পারি
এই প্রার্থনায় মুখ ঢাকি ॥