সুখের আশায় তারে খুঁজি
হয়ে কেবল হন্যে ।
যার 'পরে এক জন্মেছে টান
হয়েছি পাগল জন্যে ।
সেই আমার মুখের ভাষা,
সেই যে আছে অন্তরে ।
গর্বিত হই সাক্ষী হয়ে ,
জন্মলাভে তার ক্রোড়ে ।
নাম যে তার বাংলা ভাষা,
মায়ের দেশে জন্ম যে ।
সেই যে আমার অনুভূতি
সেই যে আসল সত্য হে ।