প্রানেরই তরুচ্ছায়ায় মেশে কান্নাদের দল
হাস্যরসে হাসি শিশুর মতন  ।
তবু কান্নারা মিলিত হয় এক সমাবেশে ।
ভোলায় সেই হাসি ।
তারা জাগায় এ দেহ, ফেরায় স্মৃতি -
মোর জীবন যে এক মরুদ্যান ।


কান্নারা হয় দুখময় ।
অসাড় করে মন, খাঁচা ভেঙে পাঁজরের,
খেলে, হেঁটে-চলে, বুকের ভিতর -
করে অবাধ বিচরণ ।


কান্নারা সুখ সহ্য করে না ।
তারা ফিরে আসে হারানো গল্পে,
হারানো স্মৃতির ফাঁকে ।


কান্নারা এখন আমার বন্ধু বটে ।
চোখ মেলে চাই যখন একাকী জানালার বাইরে -
জল হয়ে তারা আসে ।


বর্তমানে, সুখের চেয়েও বেশি ।
                      দুখের হাসি -
আমি হাসতে বড়ো ভালোবাসি ।