স্থির পাথরের ন্যায়,
বসে আছি কলম ধরে অঙ্গুলি ডগায় ।


কবিত্বের সুখ যেন গেছে থমকে ।


যখন নিয়মিত বাতাস বহে -
ঊর্ধে ;
সুখ কহে আমি আছি হে
যদি পারো স্পর্শ করতে !