আমি এখনও জ্যান্ত আছি,
আছি হয়ে জীবন্ত, নিরন্তর ।


কালচক্রে কালের আত্মপ্রকাশের পথে  
গত আর আগামীর ভিড়ে -
স্মৃতিচারণার রথে বসে সারথির বেশে,
তব মুহূর্তে শত যন্ত্রণা জাগে !

' সর্বজ্ঞ ' দের ভিড়ে
নবাগত সমাজের চক্ষু গিলে পরিচয় দিই - ' স্ব ' ।
আমি কোনো অতীত নই,
বর্তমানে আমি মৃত - অন্তর হতে !
বহু বছর পরে কভু দেহ যদি যায়ও পুড়ে,
মৃত্যুর পরে -
তবুও আমিই হব ভবিষ্যৎ ।