জমানো জল
আঁখি ছলছল
আমার হাত ধরে চল
সেখানে -


যেখানে জ্বলবে শিখা
শুধু রবে ছাই-রেখা
দহন কার্যে হব দাহ মোরা
সেখানে -


জমানো কত কষ্ট-রাগ
মুখোশের কালো দাগ
ত্রাহি ত্রাহি উঠবে রব
সেখানে -


কত শোক-ছায়া-কান্না
বাড়িয়ে শুধু দুখ তৃষ্ণা
ধুলায় মিলায় দেবো বিদায়
সেখানে -