বিদায়বেলা - ঘনিয়ে
বিদায়বেলা - এসেছে ॥
যন্ত্রণা ফুটছে মুখের চারপাশ ধারে
বিঁধ্ল তোমাদের ঐ কটুক্তি ভরা ব্যঙ্গ
বুকের চারপাশ ধারে !
পড়ছে কালসিটে দাগ স্পষ্ট
ব্যথাও আছে একটু , তবে এটা অস্পষ্ট
- নয় অত গাঢ় !
জ্বলছি আমি পুড়ছি আমি
এটাই তো ছিল আমার পাওনা সর্বশ্রেষ্ঠ ।
যাচ্ছি আমি সর্বশেষে
স্মৃতি রেখে যাবো আমার ,
চাই তো না দিতে বিদায় তবু
হয়েছে সময় এবার ॥
বিদায় জানাই এবার ॥