যদি মরতে পারি বৈকালেতে, শরীর গায়ে সোঁদা গন্ধ মেখে,
জীবন্ত সুখ পেতাম তবে, মনের অসুখ সরিয়ে রেখে ।
কিন্তু, এখনও রয়ে আছে বাকি ;
চলতে চলতে পথ একাকী ;
ঝরে পড়া মহুয়া বিছানো পিচের রাস্তা, আজ কেমন যেন হয়ে আছে খালি ।
মন কেমনের শব্দ আসছে মুখে, ফুটছে হয়ে বুলি ।