অতীত স্মরণ করে ভরে রাখি প্রাণ,
স্মৃতিকে গহনা করে করি বৃষ্টিস্নান |
গায়ে মেখে হাজারো দুখ চাপা দিই পুরাতন সুখ,
মনে পড়ে একদা কতই না করেছি তোমার 'পরে অভিমান |
নিয়মিত পরিচয়, আলাপের জ্বর,
আজ গায়ে মেখে হয়েছি প্রেমিক চর |
তোমার মনের সুখে যদি ভাসতেম তবে,
আজ হয়তো তোমাতে আমাতে বাঁধত সুখের একটি ছোট্ট কুঁড়েঘর |