আজও বেঁচে আছে ।
বুকে বসেছে আঁচড়
হয়ে আছে খালি, তবু সে আজও বেঁচে আছে ।


জীর্ণতা ভুলে, দূষণের কবলে
সে আছে, আজও বেঁচে আছে ।


আকাশে উড়ছে ধুলো, দমবন্ধ পরিবেশে
সে আজও বেঁচে আছে ।


বৃটিশ আমলের ব্রিজ সেজেছে পিকের লাল রঙে
তবু সে আজও বেঁচে আছে ।


কাক হয়েও কেউ কেউ ময়ূর সাজে ।
সাহেবের বেশ ধাঁচে এ শহর বাঁচে ।


কংক্রিটের দেওয়াল খসে খসে ভেঙেছে মাটির বাড়ি
ভেঙেছে কত স্বপ্ন, কত অতীত মুছেছে সিমেণ্টের চার দেওয়ালে
ফ্ল্যাট উঠেছে শহরের বুকে
তবু সে বেঁচে আছে । এ শহর আজও বেঁচে আছে ।
আমার কলকাতা আজও বেঁচে আছে ।