চুপচাপ থাকতে গেলে -
হয় দমবন্ধ ।
আর বলতে গেলে -
হয়ে যাই বাকরুদ্ধ ।
জন্মাচ্ছে ভয় ।
জন্মাচ্ছে ঘৃণা ।
ভয় হয় এখন উলঙ্গ পায়ে হাঁটতে ।
ঘেন্না হয় এখন বেঁচে থাকা এই জীবনটাতে ।
আহ্বান করি তাই মৃত্যুকে ।
অন্তত এই বিশ্বাস নিয়ে -
মৃত্যুর আর কি? - একবারই তো মারবে ।