ধমনী বেয়ে ছুটে যায় রক্তের স্রোত,
তামাটে চামড়ার উপর সবুজ শিরার ভিতর যে ঢেউ ওঠে ;
চাপ বাড়ে, কখনও কমে ।
মাথা টিপে বসে থাকা আমার আমি টি,
কত হারানো অনুরাগ জমে কালসিটে দাগ বসায় মস্তিষ্কের চেতনাশ্রমে ।


পাঁচ আঙ্গুল ও তালুর ছাপে লেগে থাকে শোক, মৃত শরীরের ছাই,
নিথর দেহকে জাগানোর চেষ্টায় বিদীর্ণ হওয়া কিছু জমানো স্মৃতি হাতড়াই ।
যা কিছু ছিল, দহনের পর শেষ হল ;
কালসিটে রক্তের স্রোত ফিনকি দিয়ে বের হয় চক্ষু দিয়ে,
গলিত অশ্রুসুখ হয়ে ।