কেটে গিয়েছে চার বছর
তবু যেন আজও বুকে কেউ মোচড় দিয়ে যায় ।
চুপ করে থাকি তাই
কারোর সাথে কথা বলতেও এখন কষ্ট হয় ।
তোমার বাড়ি গিয়েও পাইনি যে আমি খোঁজ ,
হাজার ঘুরেও ওই একটি কথাই ঘুরছিল মাথায় ,
যে তুমি নিখোঁজ ।
তুমি নিখোঁজ ।


পাগলের মতো ঘুরে ফিরে
গত চার বর্ষ ধরে
আমি কত না খুঁজেছি তোমায় ।
কত রাত ভেসেছে বালিশ
শুকনো গলায় কত না কাশায়
জলের অভাবে মরেছি মুখের ভিতর শুকনো তেষ্টায় ।


ঘুম ছিল চোখে তবু কেন জানি
রাত কেটেছিল বিনিদ্রায় ।
ছন্দ নেই তবু মাখি বসে কালি ,
মিশে যেতে চাই আমার ছেঁড়া কবিতায় ।
জ্বলন্ত আগুনে চাইনা পুড়তে ,
তবু ফুলকি তে মাতি বিষাক্ত অশ্রুর জলের এক এক ফোঁটায় ।