আমি এক বিচিত্র কবি ।
সুরের ন্যায় কোনো বাক্যালাপ নয় ।
নয় অন্ত্যমিল মেলানোর চেষ্টা !  
কাব্যভাষার প্রয়োগজ্ঞানের আছে ক্ষুধা ,
আছে তৃষ্ণা ।
আমি এক বিচিত্র কবি ।
নেই কোনো সুর ,
নেই অন্ত্যমিল !


বিরত থেকে হয়েছি এক অপ্রকাশিত কবি ,
ঝুলিতে আছে কিছু অপ্রকাশিত কাব্য ।
কাব্যচর্চা করে সঁপেছি মন -
কাব্যচেতনায় ॥
আর হয়ে গেছি এক বিচিত্র কবি মাত্র ॥