গান শোনাতে চেয়েছি
তোমায় । বিরহের ।
ভুল করে গেয়ে ফেলেছি
প্রেমের । সুখের ।
ওই যে তুমি বলতে আমায়
কার পাল্লায় পড়েছি আমি -
এক নুন ছাড়া আলুভাতে ।
এ সবই যে পড়ছে মনে ॥


কিরণ মগন গগন আর নাই
গেছে ছেয়ে কালো মেঘে ।  
স্পর্শ পাই শীতল হাওয়ার
মনে পড়ে যায়
ওহো বৈশাখ যে এসে গেছে ॥


চেয়েছি পেতে তোমার স্পর্শ
পাই নাই বটে । কিন্তু
ছোঁয়া লাগিয়েছে কাল বৈশাখী ।
নিজ অজান্তেই ফুটেছে মুখের কোনায়  
নিভৃত স্মৃতি জাগরিত এক হাসি ॥


বিরল ভাবনায় ডুবে যাই
ডুবে যাই রোমান্টিকতায় ।
এ ভাবনা যে প্রেমের , সুখের ।
বিষন্নতা ভুলে যাই ॥


মাঝে মাঝে আসে গুড়গুড় ডাক
শুনতে পাই অলি - ভ্রমরের
গুঞ্জরিত মিলিত কলধ্বনি ।
কান মেলে ধরি শোনার আশায়
এই আসন্ন বারিধারার
শীতল নিন্মমুখে ধেয়ে আসা
সুখ স্বপনে ভরা জলরাশি ॥