কল্পনাতে মুখ ডুবেছে নাকি,
আশার আলো আসছে খুবই দ্রুত | এসেই গেছে বোধ হয় !
শুধু পৌঁছতেই  হয়ত একটু বাকি |


আমার গল্প আমার কাছেই মুখ থুবড়ে থাকে,
কল্পতরী বিকেছে বাস্তবতার কাছে ,
অবশিষ্টের টুকরোগুলোই আজ কাব্য হয়ে বাঁচে |


মাথার মাঝে জমেছে ধুলো
কলম আজ স্তব্ধ হল
কথার ফাঁকে গল্পগুলো আবার বাঁচার মন্ত্র পেল |
মনটা শুধুই কাঁদলো আর বন্ধু খুঁজে শান্ত হল |


আমি সেই আমিই আছি, আর থাকব সেই আমার আমিই |
বন্ধু রে তাই মনে রাখিস, বাঁচব কিনা খবর রাখিস |