মা, যতবার করি,
আমি তোমায় স্মরণ,
চোখে ভাসে একটাই ছবি,
তোমার হচ্ছে নিরঞ্জন !


মিষ্টিমুখ করিয়ে সবাই,
তোমায় করছে বরণ,
চোখের কোণে ভাসছে যে জল,
তবু আমার কান্না বারণ !


আসছে বছর আসবে আবার,
করবে তুমি অস্ত্রধারণ,
সর্বশক্তিময়ী মা তুমি সবার,
হোক সবার স্বপ্নপূরণ !


তোমার আশীর্বাদেই কাটুক জীবন,
জীবনও হোক সীমাবদ্ধ !
সমস্ত পাপ ধুয়ে যাক তাই,
হই যেন অগ্নিশুদ্ধ !


আমরা তোমার সন্তান মা,
করছি আজ তোমায় বরণ !
চোখের কোণে ভাসছে যে জল,  
হচ্ছে কষ্ট আর সাথে তোমার নিরঞ্জন !