অভ্যাসে বদলায় না নদীর পথ,
অবকাশে মাঝিরা করে পথভুল,
স্রোত মিশে দাপটে বুক ফোলায় তীরপাড় ঘেঁষে ;
নীল চাদরে ঢাকা কত অনুভূতির মুখ ফোটে,
হাহুতাশ করে যখন কোনো লাশ ভেসে ওঠে,
কলরব করে কখনো বা ঘাটের পাড়ে কোনো মানব বন্ধুদের হৈহৈ উল্লাসে ।


কখনো বা বর্ষায় প্লাবনের পর,
মাটিপথ, ধুলো মিশ্রিত কাদামাখা জল খোঁজে গতিপথ ।
তারপর যখন স্পর্শ করে নদীদেহ,
শুদ্ধ হয় সীমাহীন নদীপথে ।


অভ্যাসে বদলায় না নদীর পথ,
বদলায় অবকাশে ।