দিন তবে শেষ হল আজ !
এবার নামবে অন্ধকার ।


তবে যে তুমি বলেছিলে সন্ধ্যা আসে এর পরে ;
কই ? গোধূলি যে শেষ হল এই বেলা ?


তুমি মিথ্যে কথা বল ।
তুমি ছলে ছলে ভোলাবার চেষ্টা কর বড় !


কিন্তু -
আজ এক গন্ধে বুঝলাম জীবনের সত্য ।
আসলে মোরা যে ছেলেখেলা করি ;
পেটের দায়ে কত কিই না করি ;
আসলে সবই লোভ ।


গন্ধটা ধূপের জানো তো !


রাস্তার মাঝখানে সাদা কাপড়ের 'পর,
শুয়ে মরদেহ ;
চারিপাশে শোককান্না গিয়েছে জুড়ে ;


আর তার সাথে লোডশেডিং ।
ভাবো -
ভাবো যাবার সময়তেও অন্ধকার ।
শুধু কয়েকটা টর্চ জ্বলছে এদিক ওদিক ।


মৃত্যু আসে অন্ধকার বেশে ।
সুখ, দুখ, লোভ সব নিয়ে যায় চলে ।
গোধূলি শেষে যেমনটি করে তমসা নামে নীল আকাশের বুকে -
ঠিক তেমনটি করে ।