কত অলি গলি ঘুরে,
পোড়া কপালের অতীত খুঁজি ।


উঁকি মারে ভোর, টোকা দেয়, ঘুমন্ত দোরের কড়া নাড়ে ।
উত্তুরে বাতাস চিৎকার করে, দম ফাটায় গলার জোরে।


হুহু করে বয়ে চলে কিছু ধুলো সেই বাতাসে মিশে ।
আর আমি হাহুতাশ করি, বিকৃত মুখে ।

প্রকৃতি একই আছে, সূর্য উঠছে, ভোর হচ্ছে
আর অনুরূপভাবে তাল মিলিয়ে গড়াচ্ছে
চোখের জলটাও ।
গাল বেয়ে, মাটিতে পড়ছে, মাটিতে মিশছে ।
সাথে মিশছে অনুভূতিটাও জলের সাথে, কান্নার বেশে ।