রৌদ্রস্নাত বৃষ্টির জল পড়ে -
পদধূলি আজ ধুয়ে গেছে তাই রাস্তায় মিশে ।
যে স্বপ্নগুলো দেখে গেছি - ন্যায় যা অগ্নিপ্রভ ।
যারা বিদেহী, অঘোষ, অনাঘ্রাত ।
যাদের আপন করেছি, খানিকটা হয়েই অজানত ।
রৌদ্রস্নাত হয়েই তাদের আপন করেছি ।


নিজেকে প্রায় করেছি ঢাকন -
সকলের থেকে ।
কেমন যেন নিয়েছি ছদ্মবেশ !
হয়েছি নিস্তন্দ্র, আরও বেশি জেদি ।
ভিজা রাস্তার উপর অগণিত ছাতার ভিড়ের নিচে -
লুকানো মুখগুলি সমালোচনা করতে চায় !
যেহেতু - আমার ছাতার প্রয়োজন নাই ।