নীল দিগম্বর উঠিছে জুড়িয়া ,
পাখির রবে গিয়াছে ভরিয়া ॥


মেঘের কিনারে ভাসিয়া উঠিছে
মেঘের দলের সারি ।
কখন আসিবে ভাবিয়া আকুল
মেঘের শীতল বারি ॥


সকলই হেথায় প্রাণের মায়ায়
করিছে আকুল হৃদয় সেথায় ;
উজ্জ্বল প্রাণ , চঞ্চল প্রাণ -
সকলই মিশিয়া থামিবে যেথায় ॥


যেথায় পড়িবে প্রাণের ছায়া -
হইবে পূবের উদয় তাহা ॥


সময় আজ থমকে গিয়াছে ,
ধরিত্রী স্পর্শ ছাড়ি ।
কত না কি দেখেছিনু আমি ,
পৃথিবী গিয়াছে ভরি ॥


কোথায় কাঁসাই , কোথায় শ্যামলী ?
নদীগুলি খেলায় মত্ত ।
খুঁজিয়া না পাই , তবু খুঁজে যাই
চাই যাইতে যত্রতত্র ॥


ভয় পাই , ভয় পাই ।
যদি চাই দিগন্ত রেখা ।
যদি পাইয়াও না পাই রেখার স্মৃতি
যদি না পাই তাহার দেখা ?


রয়ে সূর্য্য , রয়ে চন্দ্র ,
রয়ে পৃথিবী প্রাণ ভরে ।
ধূলি ভরা পথ বিস্তৃত আজ
হইবে শেষ চিরতরে ॥


সোঁদা গন্ধে মাখানো বাতাস
বহিয়াছে পথ মেখে মাটি
আম , জামরুল ফলিছে গাছে
সকলি ভরি পুরা বাটি ॥


পানের বরজ , ধানের ক্ষেতে
জমি উঠিছে বাড়িয়া ।
হাত বাড়িয়া কাছে পেতে চাই
রাখিব দুই হাতে ভরিয়া ॥


কোন স্থানে আসিয়াছি আমি আজ -
নাই তাহার কোনো ঠিকানা !
যদি পাইতাম রাখিতে গলায় মিলিয়া -
রাখিতাম দিয়া দুই খানা ॥