দূর অতিদূর থেকে ভেসে আসে
যেসব -
শব্দখনির শব্দ-দল,
প্রকাশ ব্যতীত তারা যে কেবলই অচল ।


তারা মাতে ছন্দখেলায়
তারা গড়ে অনুভবে, বিবেক ভেলায় ।


মনের কথায় কাব্যবেশে
ঝরে পড়তে চায় লেখার খাতায় ।


তারা স্বপ্ন গড়ে । দু'হাত দিয়ে ধরতে চায় গলা,
কালির বেশে লম্বা কিম্বা পাতলা -
হয়ে লাইনে দাঁড়ায় প্রকাশ হবার চেষ্টা নিয়ে।


যখন বন্ধ করি কলমের মুখ,
হাতে লাগে কালির ছিটেফোঁটা,
গামছা বা রুমাল দিয়ে
যত্ন করে মুছতে থাকি কালির কালো রংটা ।


তারা বাড়ায় হাত আমায় ধরবে বলে ।
হাত পা হীন শরীর নিয়ে উঠতে চায় কোলে,
তারা উচ্চকন্ঠে বলতে চায়, আমরাও আছি তোমাদের মতো,
আমাদেরও প্রকাশ করো মুছতে তোমার মনের ক্ষত ।