রাস্তার চারিধারে চলতে চলতে দেখি কতক -
শহুরে জঞ্জালের স্তুপের ভিতর
কিছু ছাই, কিছু ধূলা মিশ্রিত ছেঁড়া কাপড়,
আরো দেখি -
পড়ে থাকা কতদিনের পুরানো খাবার
অযত্নে রাখা খালি কাগজের পাহাড়
দেখি -
কতক ভিক্ষুক করছে ভিক্ষা,
আছে পেটে খিদে, কিন্তু নেই যে শিক্ষা,
দেখি -
হাত ঢুকিয়ে দিয়ে করছে চেষ্টা, যেন ধরতে চায় -
করতে চায় - মুঠো ভর্তি, দুমুঠো অন্ন !
আমরা যারা স্ট্যাটাস দেখি, হয় দেখে
তাদের ঘেন্না, বলে এরা কি জঘন্য !
আবার বলে - পৃথিবীর শ্রেষ্ঠ জীব - আমরা মান-হুঁশ !
আমি বলি কিসের এতো স্ট্যাটাস?
এসবই তো আর জঞ্জালে নেই সীমাবদ্ধ !
জঞ্জাল ছাড়িয়ে -
সারা পৃথিবীর গায়ে হচ্ছে ময়লা জমতে শুরু,
হচ্ছে নোংরা মান-হুঁশের ভিতর, জমছে ময়লা পুরু !
হয়তো সেইখানেই থাকবে দ্রারিদ্রতা !
তবু প্রার্থনা একটাই - যেন বাঁচে মান-হুঁশের -
মনুষত্ব, আর মানবিকতা !