মনে পড়ে আলোর প্রহরে কাটা
তুলসীমঞ্চে জ্বলতে থাকা প্রদীপের শিখা
সন্ধ্যাবেলার আধো আলোর ঘরে সেই খড়খড়িটার
মৃদু হাওয়ায় দুলতে থাকা ।
যা বর্তমানে সুপ্ত থেকে সুপ্ততর হয়ে আছে -
পাষাণগুহার ভিতর ।
হারিয়ে গেছে বলতে গেলেও কষ্ট হয় ।
বলতে পারি সেই সময়ের হয়েছে হত্যা -
আর্তনাদের হাত ধরে - পড়ে থাকি বর্তমানে -
একাকিত্বের মাঝে - বন্ধ পড়ে থাকা অন্দরে ।