সেই শব্দটা আজও ভীষণ মনে পড়ে !


ঐ যে সেদিন সকল নিশ্চুপ, নৈশব্দের আধাঁর ভেদ করে বুক চিতিয়ে শব্দটা কেঁদেছিল,
তারপর আবার হারিয়ে গেল !
হাজার হাতড়েও যাকে আর বুকে টানতে পারিনি,
তাকে আজ আবার আপন করলুম ।


জীবন্ত আকাশের নিচে, রাত্রির রুপালি সিগ্ধা রাত্রি আজ আমার বড় আপন যেন !


ঐ শব্দ আমার প্রাণের ঢেউ,
অন্তরঙ্গে তরঙ্গ বেশে জলের আঁকিবুকি কাটে ।


বাতাসের গায়ে তারা চুম্বন করে ।
গর্জন করে, কথা বলে অদৃশ্য প্রকৃতির সাথে ।
গভীর রাত্রে বিভীষিকা বেশে পাগলা হয়ে নৃত্য করে ।
আবার কখনো বা স্মৃতির বেশে আমার বুকের লোমে হাত বুলোয় ।


সমুদ্র, তুমি অচেনা নও ।
শুধু তুমি মাঝে মাঝে এসো ।